আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১ ডিসেম্বর: আজ বিশ্ব এইডস দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে বিশেষ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে এইডস ও করোনা নিয়ে সচেতনতা মূলক বার্তা দেওয়া হয়।
বাউল গানের মাধ্যমে মানুষকে কী ভাবে সচেতন করা যায় তা শোনানো হয় এবং ম্যাজিশিয়ান বিএন ঘোষ ম্যাজিকের মাধ্যমে এইচআইভি প্রতিরোধে কি কি করনীয় আর কি কি করনীয় নয় তা তুলে ধরেন। পাশাপাশি সচেতনতামূলক বার্তা দেওয়া সুসজ্জিত দুটি ট্যাবলো গাড়ি সবুজ পতাকা নাড়িয়ে উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল ও ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ দিলীপ বিশ্বাস। এই গাড়ি দুটি জেলা জুড়ে ১৫ দিন ধরে প্রচার করবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিব্যেন্দু চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিক ও দপ্তরের কর্মচারীরা। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাই চন্দ্র মন্ডল জানান, করোনা ও এইডসের কোনওরকম উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে পরীক্ষা এবং চিকিৎসা শুরু করার জন্য।