আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ এপ্রিল: রাম নবমীর আড়ালে এক প্রকার রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি শক্তি প্রদর্শন হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলে ভাটপাড়াতে।
অনেক দিন আগেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং অস্ত্র নিয়ে রাম নবমীতে মিছিল করার কথা ঘোষণা করেছিলেন। যদিও মেঘনা মোড় এলাকায় ঘটা গুলি কান্ডের পর অনেক জল গড়িয়ে গেছে ব্যারাকপুরের রাজনীতিতে। অর্জুন সিং এর নামে ব্যারাকপুর আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পুলিশ প্রসাশন। কিন্তু অবশেষে সেই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে গিয়ে কিছুটা স্বস্তি পান অর্জুন সিং আর তারপর রাজ্যে এসে নিজের বাস ভবনে ফিরে রবিবার রাম নবমীর মিছিলে অংশ নিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
অপর দিকে ভাটপাড়া জগদ্দলে রাম নবমীর অপর একটি মিছিল করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তার নেতৃত্বে এদিন জগদ্দলের পালঘাট রোড থেকে মিছিল বের হয়। সেই সঙ্গে এদিন ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিংকেও দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদের দ্বারা সংঘঠিত রাম নবমীর বর্ণাঢ্য মিছিল পা মেলাতে। আর এই সমস্ত মিছিলের প্রথমে দেখা মিলল বিশাল পুলিশ বাহিনীর। এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রতিটি মিছিল অনুষ্ঠিত হয়। ছিল ড্রোনের নজরদারি।
এদিন অর্জুন সিং বলেন, পুলিশকে তিনি ভয় পান না আর তৃণমূলের লঙ্কার রাজত্ব তিনি শেষ করবেন। অপর দিকে তৃণমূল বিধায়ক রাম নবমীকে রাজনীতির আখরা না বানানোর কথা শোনোলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং- এর প্রতি তার ক্ষোভ উগরে দিয়ে অর্জুন সিংকে হিংস্র প্রবৃত্তির মানুষ বলে কটাক্ষ করেন।