বালুরঘাটে লক ডাউনের আগে স্যানিটাইজার নিয়ে রাস্তায় বিশ্বনাথ চৌধুরী, মাস্ক বিলি করল উৎসাহ

আমাদের ভারত, বালুরঘাট, ২৩ মার্চ: করোনা প্রতিরোধে লক ডাউনের আগেই নিজেরা মাস্ক বানিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল উৎসাহ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। স্যানিটাইজার হাতে রাস্তায় নামলেন বিধায়ক বিশ্বনাথ চৌধুরীও। সোমবার বালুরঘাট শহরের থানামোড় এলাকায় কোনও প্রকার জমায়েত না করে শতাধিক বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই মাস্ক।

আজ দুপুরে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে জনসচেতনায় রাস্তায় নামেন চিকিৎসক থেকে শুরু করে বিশিষ্ট জনরাও। করোনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করতে বোঝানো হয় হ্যান্ড স্যানিটাইজারের গুরুত্ব, বিলি করা হয় কয়েক হাজার হ্যান্ডবিলও। স্বল্প সময়ের এই কর্মসূচির মধ্য দিয়ে অনেকের হাতেই স্যানিটাইজার স্প্রে করে হাত ধোঁয়ার কৌশলও শেখানো হয়েছে সংগঠনের সদস্যদের তরফে।

এদিকে করোনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হ্যান্ড স্যানিটাইজার বিলি করতে রাস্তায় নামেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। আরএসপি দলের তরফে আয়োজিত ওই কর্মসূচি পৌরসভা এলাকায় সম্পন্ন হয়েছে। একই সাথে সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারও করেন সংগঠনের নেতা কর্মীরা। আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকা মেনে চলারও বার্তা দেওয়া হয়েছে বিধায়কের তরফে।
চিকিৎসক সৌরভ কুণ্ডু জানিয়েছেন, এমন পরিস্থিতিতে সকলকেই সচেতন থাকতে হবে। বারে বারে হাত ধোয়া থেকে শুরু করে গুরুত্ব বুঝে মাস্ক পড়ার আবেদনও জানিয়েছেন তিনি।

উৎসাহের সম্পাদক সরোজ কুণ্ডু বলেন, আগে সংগঠনের তরফে সচেতনতা মূলক লিফলেট ছাপিয়ে সংবাদপত্রের সাথে বিলি করা হয়েছে। এবারে তাঁদের এক সদস্যা পূজা মহন্ত প্রচুর মাস্ক নিজে হাতে তৈরি করেছেন। আজ তা সকলের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *