আমাদের ভারত, বীরভূম, ১৭ এপ্রিল: বিজেপির প্রার্থী দেবাশীষ ধরকে রামনবমীর শোভাযাত্রায় যেতে বাধা পুলিশের। প্রতিবাদে রাস্তায় বসে পথ অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। প্রশাসনের বাধা দেওয়ার ঘটনায় হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের। ঘটনাটি বীরভূমের মুরারইয়ের।
আজ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবাশীষ ধর প্রথমে বীরভূমের নলহাটিতে রামনবমীর শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। সেখান থেকে বেড়িয়ে তিনি মুরারইয়ের রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য যান। কিন্তু মুরারই ঢোকার আগে ভাদীশ্বর বাস স্ট্যান্ডের কাছে বিজেপি প্রার্থীকে আটকানো হয়।
বিজেপি প্রার্থী দেবাশীষ ধরের অভিযোগ, মুরারই থানার ওসি সাকিব সাহাব ও মুরারোই -১- এর বিডিও বীরেন্দ্র অধিকারী তাকে রাস্তায় আটকে দেন। এরপরই তার সঙ্গে থাকা বিজেপির কর্মী সমর্থকরা সেখানে রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করে। বিষয়টি জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।