কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ এপ্রিল: বুধবার রামনবমীতে ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেব এবং বিজেপির হিরণ শোভাযাত্রায় অংশ নিলেন। জনসংযোগ করলেন দু’জনেই।
ঘাটালে রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল প্রার্থী দেব এই প্রথম অংশগ্রহণ করলেন। এদিন তিনি ঘাটালে বলেন, বাংলার সংস্কৃতি বারো মাসে তেরো পার্বণ। ধর্ম মানুষকে শান্তির বার্তা শেখায়, মানুষকে নিয়ে চলা শেখায়, ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়। কে মাছ খাচ্ছে, কে মাংস খাচ্ছে সেটা বড় কথা নয়। ধর্ম হলো ভক্তি, মনের মধ্যে থাকবে। মুখে যতই রাম নাম করি না কেন মনের মধ্যে রাবণ পুষে রাখার চেষ্টা চলছে। দেব মনের মধ্যে থেকে রাবণকে বিসর্জন দেওয়ার কথা বলেন।
এর আগে মঙ্গলবার পিংলা ব্লকে দেব বলেন, ধর্ম জিতলে হেরে যাবে মনুষ্যত্ব। আমার দল, এর দল, ওর দল, যারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে সেই দলটাকে বন্ধ করতে হবে। এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। কে হিন্দু, কে মুসলিম।
অন্যদিকে রামনবমীর দিন হিরণ দেবকে কটাক্ষ করে বলেন, জিন্স পড়ে তিনি ঈদে অংশ নিয়েছেন। মাইকে সিনেমার মতো বড় বড় ডায়লগ দেন। যখন যে ধর্ম পারে সেই ধর্মে তৃণমূল ঢুকে যায়।
তিনি বলেন, তার কাছে আগে ধর্ম, তারপর রাজনীতি।
সন্দেশখালিতে কেন মুখ্যমন্ত্রী এবং সাংসদ দেব যাননি সেই প্রশ্ন করেন হিরণ। তিনি বলেন, ভোটে এর জবাব মানুষ দেবে।
এদিন ঘাটাল শহরে ১৭ নম্বর ওয়ার্ডে শ্রীরামচন্দ্র মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন দেব। মন্দিরে পুজো দেন তিনি। তারপর হেঁটে কলেজ মোড় পর্যন্ত তিনি জনসংযোগ করেন। বিকেলে বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। বীরসিংহ মোড়ে পথসভা করার পরে যান মনোহরপুরে।
এদিন ঘাটালে রামনবমী কমিটির পক্ষ থেকে বাইক র্যালি হয়। ছিলেন হিরণ এবং ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট সহ অন্যান্যরা।