আমাদের ভারত, ১৪ মার্চ: ভোটের মুখে দাম কমল পেট্রোল, ডিজেলের। লিটার প্রতি ২ টাকা করে কমেছে পেট্রোলের দাম। ১৫ মার্চ শুক্রবার সকাল থেকে নতুন দাম কার্যকর হবে।
বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পেট্রোল, ডিজেলের দাম কমতে পারে। কিন্তু ঠিক কবে থেকে সেটা কার্যকর হবে সেটা জানা যাচ্ছিল না। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে জানাগেল পেট্রোলের দাম কমছে। শেষ সাত মাসে দাম কমতে দেখা যায়নি পেট্রোলের। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় পেট্রোলের দাম ১০৬. ০৩ টাকা।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে লিখেছেন, পেট্রোল, ডিজেলের দাম লিটার প্রতি ২ টাকা কমিয়ে দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আবার প্রমাণ করে দিলেন ভারতবর্ষের কোটি কোটি পরিবারের কল্যাণ করাই তাঁর একমাত্র লক্ষ্য।
তিনি আরো লিখেছেন, মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্ব জোড়া সংকটের মধ্যেও দেশের কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি। বাড়ানোর বদলে গত আড়াই বছরে ৪.৬৫ টাকা দাম কমেছে পেট্রোলের। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারত গ্রিন এনার্জির দিকে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন পদক্ষেপ করে এগোচ্ছে ভারত।
৮ মার্চ নারী দিবসে ১০০ টাকা রান্নার গ্যাসের দাম কমানোর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তার সাত দিনের মাথায় কমল পেট্রোল, ডিজেলের দাম। মোদী সরকারের এই দুই পদক্ষেপ বিজেপিকে লোকসভা নির্বাচনের আগে বড় মাইলেজ দেবে বলে মনে করা হচ্ছে।