political violence, Bhatpra, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাটপড়া, ১৭ নম্বর ওয়ার্ডে রাতভর বোমাবাজি ও বাড়ি ভাঙ্গচুর, অভিযুক্ত তৃণমূল

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৫ জুন: মঙ্গল বার বের হয়েছে লোকসভা নির্বাচনের ফল। আর সেই ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠলো ভাটপাড়া- সহ গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এদিন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অর্জুন সিং’কে ৬২ হাজারের বেশি ভোটে হারিয়ে ব্যারাকপুর আসনটি পুনরুদ্ধার করেছে। আর তৃণমূলের জয়ের সাথেই ব্যারাকপুরে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসা।

ফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত দুষ্কৃতীদের তান্ডবের জেরে যথেষ্ট আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভাটপাড়া পৌর এলাকায়। প্রত্যেক ক্ষেত্রেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে উঠছে অভিযোগের আঙ্গুল। ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে রাতভর চলে বোমাবাজি ও বাড়ি ভাঙ্গচুরের ঘটনা। অভিযোগ, ভাটপাড়া পুরানি তালাব এলাকার বাসিন্দা সালেহা বিবির বাড়িতে পরপর চারটি বোমা ফেলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সালেহা বিবির অভিযোগ, তারা নির্দিষ্ট কোনো দল করে না, তাদের তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু সেই ঘটনার জন্য তৃণমূলের কালা বাবু তার বড় ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। মঙ্গলবারর মাঝ রাতে এসে তার বাড়ি লক্ষ্য করে পরপর চারটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা।

অপর দিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তৃণমূল ব্যারাকপুর থেকে গুন্ডা রাজ শেষ করতে চেয়েছে, এইসব বোমাবাজি, বাড়ি ভাঙ্গচুরের ঘটনা তারা ঘটায়নি। তৃণমূলের পাল্টা দাবি, অর্জুন সিং আরো বেশি নিরপত্তা পেতে চাইছে, তাই নিজের লোক দিয়ে এসব বোমাবাজি ও ভাঙ্গচুরের ঘটনা ঘটাচ্ছে। এই ঘটনায় পর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *