আমাদের ভারত, ১ এপ্রিল: শুধু ‘বাঙালি’ বলে কিছু নেই”। এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “‘আহাজারি’ মানে কেউ জানেন? মুসলমানের বাংলায় এর মানে ‘শোক বা দুঃখ প্রকাশ’। সম্ভবত ৯৯% বাঙালি হিন্দু এই কথাটা জানেই না। এতে প্রমাণ হয় সেই কথাটা, যেটা আমি আগাগোড়া বলে আসছি- বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমান দুটো সম্পূর্ণ আলাদা জনগোষ্ঠী।
লাউকা লাউফেসেন নামে একটি এক্স হ্যান্ডেল থেকে তথাগতবাবুকে কটাক্ষ করে লেখা হয়েছে, “তোমার আহাজারিই বলে দেয় তুমি কত ছোট। বড়রা তোমার মত বিলাপ করে না।;বই আমাদের দেশের হিরো আলমও লেখে। বই লেখা উঁচু মানসিকতার পরিচায়ক না।
নিজের স্টেটের মাথাপিছু আয় জেনে এসে কথা বইলো। অশিক্ষিত কোথাকার।”
এই বার্তা যুক্ত করে প্রতিক্রিয়ায় তথাগতবাবু ওপরের মন্তব্য করেছেন।