Arjun Singh, Barrackpore, অর্জুন সিং- এর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ব্যারাকপুর মহকুমা আদালতের

আমাদের ভারত, ব্যারাকপুর, ১ এপ্রিল: অর্জুন সিং- এর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর মহকুমা আদালত। যদিও প্রাক্তন সাংসদ এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন।

প্রসঙ্গত, ২৬ তারিখ মেঘনা মিলের সামনে ঘটা গণ্ডগোলে এক তৃণমূল কর্মীর গুলি বিদ্ধ হয়, সেই ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। যদিও ওই ঘটনায় একাধিক সিসিটিভি ফুটেজ সামনে করা হয়েছিল, যাতে বিজেপি নেতা অর্জুন সিংকে ঘটনার সময় তার লোকজনের সঙ্গে দুষ্কৃতীদের পেছনে ছুটতে দেখা গিয়েছিল। আর সেই ফুটেজ দেখে তৃণমূল দাবি করেছিল অর্জুন সিং তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল।

যদিও তৃণমূলের সেই দাবি মিথ্যে বলে বারবার পাল্টা দাবি করেছেন অর্জুন সিং। কিন্তু বিধায়ক সোমনাথ শ্যাম বারবার দাবি করেছেন যে, এবার অর্জুন সিংকে গ্রেপ্তার হতেই হবে। তাহলে কি এবার সেই কথা সত্যি হতে চলেছে? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ব্যারাকপুরের রাজনীতিতে।

যদিও এই প্রসঙ্গে অর্জুন সিং ঘনিষ্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গুর পান্ডের অভিযোগ, “সামনেই রাম নবমী রয়েছে। আর রাম নবমী যাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে পালিত না হয়, এই অনুষ্ঠান যাতে বানচাল করা যায় সেই জন্য অর্জুন সিংয়ের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর পুলিশ প্রসাশন। এদিন এই বিজেপি নেতা আরো অভিযোগ করেন যে, এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ নিজে কাউন্সিলর সুনিতা সিং- এর ছেলে নমিত সিং- এর বিরুদ্ধে ঘটনার দিনের ভিডিও ফুটেজ দেখে তার হাতে অস্ত্র ছিল বলে সুয়োমোটো মামলা করেছে, কিন্তু তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। অথচ সিসিটিভি ফুটেজে স্পষ্ট যে অর্জুন সিং কোনো অস্ত্র না নিয়ে দুষ্কৃতীদের তাড়া করেছিল, অথচ তাকেই গ্রেপ্তার করতে চাইছে পুলিশ।

এদিন এই বিজেপি নেতা দাবি করেন, “পুলিশের
সিসিটিভি ফুটেজ জারি করার পর আমরা ওই রাতের আলাদা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছিলাম সেখানে দেখা গেছিল যে, অর্জুন সিং তার লোকেদের নিয়ে কোনো অস্ত্র ছাড়াই গণ্ডগোল থামাতে গিয়েছিলেন। কিন্তু তাও তাকে গ্রেপ্তার করতে চাইছে পুলিশ। কারণ অর্জুন সিং ব্যারাকপুরের সনাতিনীদের জন্য লড়াই করছেন।”

অপর দিকে অর্জুন সিং- এর পুত্র পবন সিং’য়ের দাবি, তার বাবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে তিন বার তলব করা হয়েছিল, কিন্তু তিনি রাজ্যে নেই তাই যেতে পারেননি। কিন্তু সেটা তিনি জানিয়ে দিয়েছিলেন, তাও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁর আরো দাবি, ভিডিও ফুটেজ থাকা সত্বেও বাবার বিরুদ্ধে কিছু প্রমাণ করতে পারছে না, তবুও অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *