Modi, Mamata, মুসলিম কট্টরপন্থীদের তুষ্ট করতে বাংলার মুখ্যমন্ত্রী দেশের সাধু সন্তদের অপমান করছেন: প্রধানমন্ত্রী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ মে: সাধু, সন্ন্যাসীদের প্রতি বিতর্কিত মন্তব্যের পাল্টা নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার নিকুঞ্জপুর মাঠে আয়োজিত জনসভায় দুই প্রার্থী বাঁকুড়ার ডাঃ সুভাষ সরকার ও বিষ্ণুপুরের সৌমিত্র খাঁকে মঞ্চে বসিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের কথা মাথায় রেখে ভোট দিন, যাতে তৃতীয়বার ক্ষমতায় আসে মোদী। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মুসলিম কট্টরপন্থীদের তুষ্ট করতে আমাদের দেশের সাধু সন্তদের অপমান করছেন। তিনি বলেন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকন বিশ্বের কাছে বাংলাকে পরিচিতি দিয়েছে। এই সংগঠনগুলির সাথে স্বামী বিবেকানন্দ, প্রণবানন্দজী ও প্রভুপাদের নাম জড়িয়ে আছে। শুধুমাত্র ভোটের জন্য মমতা বলছেন, এরা দেশকে বরবাদ করে দিয়েছেন। ছি! বলে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, ভোট ব্যাংকের জন্য সাধুদের অপমান? এর চেয়ে লজ্জার কি হতে পারে।

সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, এই দলগুলোর আলাদা রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু তারা এক জায়গায় জড়িয়ে রয়েছে। সেই কারণেই একটা আদর্শহীন ইন্ডি জোট গড়েছে। এই জোট থেকে সাবধানবাণী শুনিয়ে মোদীজী বলেন, এই তিনটি দল যেখানে সরকার গড়েছে সেই রাজ্যকে ধংস করেছে। পশ্চিম বাংলা তার তাজা প্রমাণ। মোদী স্বীকার করেন যে, এক সময় এরাজ্যে অন্য রাজ্যের মানুষ আসতেন কাজ করতে। আজ বাংলা থেকে, বাঁকুড়া থেকে লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী তকমা নিয়ে অন্য রাজ্যে যাচ্ছে। টিএমসির ভ্রষ্টাচার বাংলাকে শেষ করে দিয়েছে। তাই বিজেপিকে ভোট দিয়ে বাংলাকে বাঁচানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, মোদীজী বিনামূল্যে গরিবদের জন্য চাল পাঠাচ্ছে, সেই চাল টিএমসি তোলাবাজরা খেয়ে ফেলছে। মোদীজী পাকা ঘর বানাতে প্রকল্প করেছে, টিএমসি তাতে স্টিকার লাগাচ্ছে। মানুষ টিএমসি তোলাবাজ সরকারকে ক্ষমা করবে না। নদী মাতৃক এই বাংলা। অথচ কৃষি জমিতে পর্যাপ্ত জল নেই। নদীও মাফিয়ারা গ্রাস করে নিয়েছে।

শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, জমি জায়গা বিক্রি করিয়ে গরিব যুবকদের কাছে চাকরি বিক্রি করেছেন টিএমসি নেতারা। হাজার হাজার পরিবারকে অন্ধকারে ডুবিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। তিনি বলেন, ভাই ভাইপোদের আগামী দিনের নিশ্চিন্ত গ্যারান্টি দিয়েছেন মমতা। কিন্তু মোদীজীর গ্যারান্টিতে ভাই, ভাইপো, পরিবারবাদ নেই। মোদীর গ্যারান্টি হল আত্ম নির্ভরতা। মোদীজীর গ্যারান্টিতে আছে ভরসা। মহিলাদের স্বাবলম্বী গোষ্ঠীর মধ্যে এনে ৩ কোটি মহিলাকে লাখপতি বোন বানানোর গ্যারান্টি দেন তিনি। বাঁকুড়ার টেরাকোটা ও বিষ্ণুপুরের বালুচরি শিল্পীদের নিয়েও তাঁর মুখে গ্যারান্টি শোনা যায়। জঙ্গলমহলের আদিবাসী আবেগ বুঝে নিয়ে তিনি বলেন, জঙ্গলমহলের মা বোনেরা যাতে আত্ম নির্ভর হন তার সবরকম ব্যবস্থা তারা করবেন। এক আদিবাসী রমণীকে সেই কারণেই দেশের সর্বোচ্চ আসনে বসিয়েছেন মোদীজী।

এদিন তিনি সিএএ প্রসঙ্গে বলেন, ইতিমধ্যে ৩০০ শরণার্থী তাদের নাগরিক পরিচয় পত্র পেয়েছেন। যারা আবেদনকারীদের ভয় দেখাচ্ছেন তাদের উদ্দেশ্য তিনি বলেন, যারা আবেদন করেছেন কারো নাগরিকত্ব চলে যায়নি। কেউ সিএএ আটকাতে পারবে না। ভারতে আসা প্রত্যেক শরণার্থীকে সিএএ’র মাধ্যমে নাগরিকত্ব প্রদান করা হবে বলে নরেন্দ্র মোদী জোরের সাথে জানিয়ে দেন এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *