আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ জানুয়ারি: নিজের লোকসভা কেন্দ্রের ভোটারদের অভাব অভিযোগ শোনা ও তার সমাধান করার অভিনব উদ্যোগ নিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। জনগণের কাছে পৌঁছে যাওয়ার জন্য নিলেন জনতার দরবার নামক কর্মসূচি।
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তাঁর নিজের
লোকসভা কেন্দ্রে প্রতিটি বিধানসভা এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শোনা ও তার প্রতিকার করার কথা নির্বাচনের সময় দিয়েছিলেন। সেই মত ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত সবচেয়ে স্পর্শকাতর বিধানসভা ভাটপাড়াতে ভাটপাড়া পৌর সভার ১৭টি ওয়ার্ড নিয়ে সাংসদের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনতার দরবারে, জনতার মুখোমুখি সাংসদ পার্থ ভৌমিক। এদিন ভাটপাড়া পৌরসভার সমস্ত কাউন্সিলররা এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
এদিন সাংসদ পার্থ ভৌমিক খুব মন দিয়ে এলাকার বাসিন্দাদের সমস্ত অভাব অভিযোগ শোনেন আর সেগুলো সমাধান করার নির্দেশ দেন। আগামী ৬ মাসের মধ্যে আবারো এই ধরনের জনতার দরবার করা হবে বলে জানান সাংসদ পার্থ ভৌমিক।