পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি: নয়াগ্ৰামে ফের হাতির মৃত্যুর ঘটনা ঘটল। নয়াগ্ৰাম ব্লকের মলম গ্রামে চাষিদের সরিষা জমিতে দেখা গেল একটি মৃত হাতি।
জানা গিয়েছে, স্থানীয় চাষিরা এদিন মাঠে কাজ করতে গিয়ে দেখেন মাঠের মধ্যে বড় খড়ের গাদার মতো কিছু পড়ে রয়েছে। পাশে গিয়ে দেখা যায় একটি মৃত হাতি পড়ে রয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি উদ্ধারের উদ্যোগ নিচ্ছেন।
তবে এলাকায় হাতি মৃত্যু এবং নিয়মিত হাতির হানায় বন দফতরের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অভিযোগ, নিয়মিত হাতির হানা হলেও কোনো পদক্ষেপ নেয়নি বন দফতর। এবং কী কারণে এই হাতির মৃত্যু তা এখনো জানা যায়নি। ময়না তদন্ত করার পরে সঠিক বিষয়টি জানা যাবে বলে বনদপ্তর সূত্রের খবর। তবে হাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কারণ হাতিকে জঙ্গলমহলের মানুষ ঠাকুর হিসেবে পুজো করেন। যদিও হাতি এলাকায় ক্ষয়ক্ষতি করে তাও মানুষের কাছে হাতি হচ্ছে দেবতা।