সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৪ জুন: ৫০ বারের অধিক বারের রক্তদাতাদের সম্বর্ধিত করলো রাজ্য স্বাস্থ্য বিভাগ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে বাঁকুড়া ব্লাড ব্যাঙ্কের উদ্যোগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫০ বারের অধিক বার যারা রক্তদান করেছেন, সাথে সাথে ২৫ বারের অধিক বার রক্তদান করেছেন এরকম ৩৫জন রক্তদাতাকে সম্বর্ধনা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে সর্বোচ্চ ৯৮ বার রক্তদানকারী বাঁকুড়ার প্রাক্তন জেলা সভাধিপতি পার্থ প্রতিম মজুমদার ৮৮ বার রক্তদানকারী খাতড়া নিবাসী নিমাই চক্রবর্তী ও ৬৮ বার রক্তদানকারী ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্যা, ৫০ বারের অধিক সৌমাভ ভট্টাচার্য, বিরল রক্তের গ্রুপ এবি নেগেটিভ পঙ্কজ চ্যটার্জি সহ ৩৫ জন রক্তদাতাকে সম্বর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু, এমএসভিপি ডাঃ সপ্তর্ষি চ্যটার্জি,প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ স্বপন পাঠক, আরবিটিসি’র ডাইরেক্টর ডাঃ স্মিথ, ব্লাড ব্যাঙ্কের এমওআইসি ডাঃ সুদর্শন সরেন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্লাড ব্যাঙ্কের অধিকর্তা ডাঃ মান্না।