Ram, রাম নামে মেতে উঠেছে বাঁকুড়া

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জানুয়ারি: অযোধ্যায় রাম মন্দিরে ভগবান শ্রীরামের বিগ্ৰহের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে সারা গোটা দেশের সঙ্গে মাতোয়ারা বাঁকুড়া জেলাও। বাঁকুড়াজুড়ে চলছে ব্যাপক আয়োজন। প্রায় সব মন্দিরেই বিশেষ পূজা পাঠ, কোথাও হোমযজ্ঞ, প্রসাদের আয়োজন করা হয়েছে।

গোপীনাথপুরে হোমযজ্ঞ, রামভজন, খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। অন্যতম উদ্যোক্তা হরসুন্দর দত্ত জানান, সারাদিন ভজন- কীর্তন, জায়েন্ট স্ক্রিনে সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন সমবেত মানুষজন। হোমে অংশ নেবেন ভক্তরা। লালবাজারে পাঁচ হাজার প্রদীপ জ্বালানো হবে। চলবে ভজন কীর্তন। তা মাইকযোগে বিস্তীর্ণ এলাকায় পরিবেশন করতে শতাধিক মাইক ব্যবহৃত হবে। চা়দমারী ডাঙ্গা, ভৈরবস্হানে আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বলন করা হবে বলে জানিয়েছেন বিধায়ক নিলাদ্রী দানা। ওইদিন একশত মঙ্গল ঘট সহ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। নূতনগঞ্জ হনুমান মন্দির
থেকেও একটি ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *