সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ ডিসেম্বর:৪০তম বাঁকুড়া বইমেলা আরোও দু’দিন বাড়ানো হলো। গতকালই আনুষ্ঠানিক উদ্বোধন হয় বইমেলার।বাঁকুড়া ক্রিশ্চান কলেজ মাঠে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন সাংসদ অরূপ চক্রবর্তী।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং- এর প্রয়ানে জাতীয় শোক ঘোষিত হওয়ায় বই মেলার উদ্বোধন নিয়ে সংশয় দেখা দেয়। এদিন প্রয়াত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। উদ্ধোধনী অনুষ্ঠানেই মেলার দিন বাড়ানোর প্রস্তাব ওঠে।উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রস্তাবটি ভেবে দেখা হবে বলে জানানো হয়। আজ এই সিদ্ধান্ত জানানো হয়।
বাঁকুড়ার পুর প্রধান অলকা সেন মজুমদার জানান, মেলা দু’দিন বাড়ানো হয়েছে। এর ফলে মেলা ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। বইমেলায় বিভিন্ন প্রকাশক ও বিক্রেতারা তাদের মুদ্রিত পুস্তক নিয়ে হাজির হয়েছেন। মোট ৯২টি স্টল দেওয়া হয়েছে।