পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: কোলাঘাটের সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের উত্তর জিঞাদা দুধ সমিতির অফিস থেকে টোপা-ড্রেনেজ খালের অশ্বত্থতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি ঢালাই করার কাজ অবশেষে শুরু করলো ঠিকাদার। কোলাঘাট ব্লক রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির দীর্ঘ আন্দোলনের ফলে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর (ডব্লিউ বি এস আর ডি এ) পথশ্রী তিন প্রকল্পে ওই রাস্তা ঢালাই করার কাজ শুরু হয়েছে বলে জানাগেছে। সম্পূর্ণ রাস্তাটি ঢালাই হলে সিদ্ধা-১ ও বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াতের ক্ষেত্রে খুবই উপকৃত হবেন।
কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দেড় কিমি দীর্ঘ ওই রাস্তাটির জন্য ৪৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। গত ৪ অক্টোবর এক নির্দেশিকায় ঠিকাদারকে ২ মাস কাজের সময়সীমা দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে জানাগেছে, বর্ষায় এলাকার জলবন্দি পরিস্থিতির কারণে রাস্তাটি জলে ডুবে থাকায় কাজ শুরু করতে দেরি হলো।