Militant, Assam, বাংলায় নাশকতার ছক কষেছিল! আনসারুল্লাহ বাংলার টিমের আরও এক জঙ্গি অসম থেকে ধৃত

আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: অসম পুলিশের এস টি এফ- এর হাতে গ্রেপ্তার হয়েছে আরো এক জঙ্গি। ধৃতের নাম গাজি রহমান। তার বয়স ৩৫ বছর। অসমের কোকরাঝাড় জেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

সম্প্রতি জেহাদি দমনের জন্য অপারেশন প্রঘাত শুরু করেছে অসম পুলিশ। অভিযানের মূল লক্ষ্য জঙ্গি সংগঠন আল-কায়েদার উপমহাদেশীয় শাখা এবং আনসারুলাহো বাংলা টিমের সদস্যদের গ্রেফতার করা হয়। তাতে ইতিমধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তারও করেছে এস টি এফ।

এনআই সূত্রে খবর, এখনো পর্যন্ত অসম এস টি এফ এর হাতে এবিটি এবং একিউআইএস- এর ১২ জন জেহাদি গ্রেপ্তার হয়েছে। অসম এস টি এফ- এর ইন্সপেক্টর জেনারাল পার্থ সারথি মহন্ত জানান, অপারেশন প্রঘাতে একটি উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তবে ধৃত জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিমের সাথে যুক্ত কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো বিবৃতি দেয়নি পুলিশ। এস টি এফ- এর আইজিপি জানিয়েছে, স্থানীয় থানার সাহায্য নিয়ে গাজিকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতী জিহাদি দমন অভিযানে পশ্চিমবঙ্গেও অভিযান চালিয়েছে অসম পুলিশ। অসম এবং বাংলা পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মহম্মদ আব্বাস ও মিনারুল শেখকে গ্রেপ্তার করা হয়। এরা দু’জনেই বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহো বাংলা টিমের পশ্চিমবঙ্গ শাখা সক্রিয় সদস্য। তাদের গ্রেফতার করে অসম নিয়ে যাওয়া হয়।

অসম পশ্চিমবঙ্গের পাশাপাশি জেহাদি দমন অভিযানে কেরলেও হানা দিয়েছিল অসম পুলিশ। তিনটি রাজ্যের মোট ১৪টি জায়গায় একইসঙ্গে এই অপারেশন প্রঘাত শুরু করে অসম এস টি এফ। গত ১০ ডিসেম্বর অসম পুলিশের এস টি এর সূত্র মারফত খবর পায় বাংলায় নাশকতামূলক কার্যকলাপের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছে বেশ কিছু জঙ্গি। তারপর টানা ৪৮ ঘণ্টার অভিযানে পুলিশের জালে ৮ জঙ্গি ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *