আমাদের ভারত, কলকাতা, ২৬ মার্চ: মঙ্গলবার যথাযথ মর্যাদায় বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতায় উদযাপিত হয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪’।
দিনের কর্মসূচি অনুযায়ী সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের নেতৃত্বে উপ-হাইকমিশনের কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কলকাতায় সোনালী ব্যাঙ্ক লিমিটেড এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক দেন। এরপর বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র দেখানো হয়।
এর পর রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান যাথক্রমে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন এবং প্রথম সচিব (বাণিজ্যিক) মো: শামসুল আরিফ।
সমাপনী বক্তব্যে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ এবং দূরদর্শী নেতৃত্বে বাঙালি চূড়ান্ত আত্মত্যাগের যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিল স্বাধীনতা।
উপ-হাইকমিশনার বলেন যে, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে বাংলাদেশকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধুর “সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়” এ পররাষ্ট্র নীতি অনুযায়ী আন্তর্জাতিক অঙ্গণে বর্তমান সরকারের বিভিন্ন গঠনমূলক কার্যক্রম উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে তুলে ধরেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক), শেখ মারেফাত তারিকুল ইসলাম। সর্বশেষে বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বুধবার এক সংবর্ধনা সভার আয়োজন করছে।