AI, CPM, Tathagata, ভোট লড়তে সিপিএম-এর এআই, কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ২৬ মার্চ: ডিজিটাল প্রচারের ময়দানে এবার বড়সড় চমক পশ্চিমবঙ্গ সিপিএম-এর। ভোটের আগে এবার এআই অ্যাঙ্কর নিয়ে এল সিপিএম। অ্যাঙ্করের নাম সমতা। মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “শুনলাম বামেরা নাকি এবার ভোট লড়তে এআই ব্যবহার করছে! মনে পড়ে উনিশশো-আশির দশকের দাঁতমুখ খিঁচিয়ে লুঙ্গি গুটিয়ে বাম ক্যাডাররা চেল্লাত, “যে কোনো মূল্যে কম্পিউটার রুখছি রুখবো”! কালের গতি অপ্রতিরোধ্য। যে গতিতে মার্ক্স-লেনিন বাজে কাগজে পরিণত সেই গতিতে আবার আসছেন নরেন্দ্র মোদী।”

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। ডান হোক বা বাম, পিছিয়ে নেউ কোনও পক্ষই। মিটিং, মিছিল, সভা, সমিতি, রোড শো’তো আছেই, এছাড়াও ডিজিটাল মাধ্যমেও প্রচার চালাচ্ছেন দলগুলি। এই বিষয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ২৭ সেকেন্ডের এক ভিডিয়ো পোস্ট করেছে পশ্চিমবঙ্গ সিপিএম। সেখানে এক এআই সঞ্চালিকাকে দেখাও যাচ্ছে। ভিডিয়োতে নিজেই নিজের পরিচয় দিতে দেখা যাচ্ছে সমতাকে। সিপিএম ওয়েস্ট বেঙ্গলের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবার থেকে দেখা যাবে সমতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *