Jhumi River, জলের তোড়ে ভেসে গেল ঝুমি নদীর উপরে থাকা বাঁশের সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন হুগলি ও পশ্চিম মেদিনীপুরের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: দক্ষিণবঙ্গজুড়ে বর্ষা নামলেই আতঙ্কে থাকে বানভাসি ঘাটালের মানুষজন। ঘাটালের বিভিন্ন নদীগুলিতে থাকা অস্থায়ী সেতুগুলি নদীর জলের তোড়ে যে কোনো সময় ভেসে যায়। এবারেও তার অন্যথা হলো না।
হরপা বানের জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেসে গেল ঝুমি নদীর উপরের বাঁশের সাঁকো। ঘাটালের ঝুমি নদীর বালিডাঙ্গা কোমরা বাঁশের সাঁকোটি এভাবেই হুড়মুড়িয়ে ভেসে গেল। অনন্যা সাঁকোগুলিও দ্রুত ভেঙ্গে যাওযার আশঙ্কা রয়েছে। এই নদীর উপর মোট ৭টি বাঁশের সেতু রয়েছে।

প্রসঙ্গত হুগলি জেলা ও পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী সেতু ছিল এটি। জলের তোড়ে সেতুটি ভেঙ্গে যায়। প্রতিদিন দুই জেলার কয়েক হাজার মানুষ পারাপার করতেন‌ এই সেতু দিয়ে। পাশাপাশি নদীর জলের তোড়ে ভেসে যায় মনসুকার অস্থায়ী সেতুটিও।জলে তোড়ে নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল দুই পাড়ের মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *