awareness, wildlife protection, বন্যপ্রাণী সুরক্ষা ও দাবানল সম্পর্কে সচেতনতা প্রচার বাঁকুড়াজুড়ে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ এপ্রিল: বাঁকুড়া জেলাজুড়ে প্রবল দাবদাহে বন্যপ্রাণীদের সুরক্ষার্থে জনসাধারণের উদ্দেশে একটি বিশেষ সচেতনতা বার্তা প্রচার করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে। বর্তমান পরিস্থিতিতে গ্রীষ্মের প্রখর তাপে জঙ্গলে দাবানল লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই জঙ্গলে আগুন লাগলেই অতি সত্তর সাধারণ মানুষকে বিষয়টি নিকটবর্তী প্রশাসনের নজরে আনার অনুরোধ জানানো হয়। এছাড়াও জঙ্গলে পড়ে থাকা শুকনো পাতার উপর জ্বলন্ত বিড়ি, সিগারেট ইত্যাদি না ফেলার অনুরোধ জানানো হয়।

উল্লেখ্য, শুশুনিয়া পাহাড় এলাকা সহ বেশ কিছু জঙ্গলে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটেছে বিগত দিনে।ইচ্ছাকৃতভাবেই এক দুষ্ট চক্র জঙ্গলে আগুন লাগানোর কাজে লিপ্ত থাকে বলে অভিযোগ ওঠে। ইচ্ছাকৃতভাবে জঙ্গলে আগুন লাগানো একটি আইনত দণ্ডনীয় অপরাধ, এই সতর্কতা ছাড়াও এতে জীব বৈচিত্রের ক্ষতিসাধন হয়, এছাড়া বিভিন্ন জীবনদায়ী গাছ, ঔষধি ও নিরীহ বন্যপ্রাণীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই এই তীব্র দাবদাহে নিজেদের পাশপাশি বন্যপ্রাণীদেরও যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *