সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুন: খাবারের সন্ধানে গ্রামে ঢুকে এক গৃহস্থের বাড়ির দেওয়াল ভেঙ্গে মজুত খাবার সহ সব কিছু তছনছ করে দিল এক দাঁতাল। গতকাল রাতে উত্তর বাঁকুড়া বন বিভাগের গঙ্গাজলঘাঁটি রেঞ্জ এলাকার পাবড়াডিহি গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামের প্রান্তিক মানুষ উজ্জ্বল ঘোষের বাড়ির দেওয়ালের একাংশ ভেঙ্গে ঢুকে পড়ে হাতিটি। দেওয়ালের পাশেই ছিল একটি মোটরবাইক ও ৬টি প্লাস্টিকের চেয়ার। দেওয়াল ধসে পড়তেই সেগুলিও ভেঙ্গে পড়ে।
দাঁতালটি শুঁড় দিয়ে বাড়িতে থাকা ৪ বস্তা চাল বের করে এনে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলে। বাড়ির পাশেই সবজি লাগানো ছিল। তাও খেয়ে পায়ে মাড়িয়ে লন্ডভন্ড করে দেয়। উজ্জ্বল ঘোষের ভাইপো অভিজিৎ ঘোষ জানান, গভীর রাতে হাতিটি বাড়িতে ঢোকে। ভেবেছিলাম চোর ঢুকেছে, কিন্তু বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়তেই বুঝলাম জংলি দাঁতাল এসেছে। আমরা প্রাণ ভয়ে সিঁটিয়ে থেকে সব দেখলাম। তিনি বলেন, কাকা গরিব মানুষ। সরকারি সাহায্য না পেলে এই বর্ষায় বাড়ি মেরামত করতেও পারবেন না।
এদিকে সংগ্রামী গণমঞ্চের জেলা সম্পাদক শুভ্রাংশু মুখার্জি বলেন, বন দফতর হাতির আক্রমণ থেকে জেলার কৃষি ও গরিব মানুষের সম্পদ রক্ষা করতে পারছে না। পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণও দিচ্ছে না। যে বাড়িটি ভেঙ্গেছে সেটি বন দফতর করে দিক এবং বাইক ও চেয়ারগুলি কিনে দিক। এছাড়াও চাল সবজির ন্যায্য মূল্য দিক।
গঙ্গাজলঘাঁটির রেঞ্জ অফিসার জানান, নির্দিষ্ট ফর্মে আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে। বন দফতর সুত্রে জানা গেছে, বড়জোড়া রেঞ্জের সাহারজোড়ার জঙ্গলে ৪ টি, দক্ষিণ সরগড়াতে ২টি, মোট ৬ টি হাতি রয়েছে। ১টি হাতি দলছুট হয়ে পাবড়াডিহি গ্রামের উজ্জ্বল ঘোষেদের বাড়িতে আক্রমণ চালিয়েছে। হাতিগুলির গতিবিধি নজরে রাখা হয়েছে।