পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার উচ্ছ্বসিত দলীয় কর্মীরা। শনিবার বাংলার ৪২ আসনের মধ্যে ২০ আসনের প্রার্থী তালিকা সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে ঘাটাল থেকে লড়ছেন বর্তমান বিজেপি বিধায়ক। নাম সামনে আসতেই হিরণকে নিয়ে তুমুল উচ্ছ্বাস এলাকার কর্মী সমর্থকদের। শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনের কাজও। ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় চললো দেওয়াল লিখন। দেওয়াল লিখতে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে। সঙ্গে জোরকদমে শুরু হয়েছে ফ্লেক্স তৈরির কাজ।
ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, “আমরা খুবই খুশি। ভোট কবে ঘোষণা হবে জানি না, আমাদের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। উনি খড়্গপুরের বিধায়ক, চলচ্চিত্র জগতের একজন ব্যক্তিত্ব, একজন নায়ক। ওনাকে পেয়ে আমরা খুশি। আমাদের বিধানসভা ও লোকসভার নানা প্রান্তে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। প্রচারও শুরু হয়েছে। আমাদের একটাই লক্ষ্য, প্রার্থীকে জয়লাভ করানো।”