আমাদের ভারত, ব্যারাকপুর, ২২ এপ্রিল: জগদ্দলে আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে এসে তৃণমূলকে আই প্যাকের পোপট বলে কটাক্ষ করলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং।
উল্লেখ্য, সোমবার ভোরে জগদ্দলের অম্বিকাপল্লীতে
বিজেপির জগদ্দল মন্ডল ৪ এর বুথ সভাপতি বিপ্লব করের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ ওঠে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম বিশাল সিং। জানাগেছে, কয়েকদিন আগে স্থানীয় একটি হনুমান মন্দিরে পুজো করা নিয়ে তৃণমূল কর্মী বিশাল সিংহের সঙ্গে ঝামেলা হয় বিজেপি কর্মী বিপ্লব করের। অভিযোগ, সেই ঘটনার জেরে এদিন ভোররাতে বিপ্লবের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বিশাল। তাঁর বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তাঁর চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এলে, পালিয়ে যায় আক্রমনকারী।
ঘটনার খবর পেয়ে আক্রান্ত বিজেপি নেতার বাড়ি তাকে দেখতে আসেন অর্জুন সিং। সেখানে তিনি বলেন, তৃণমূলের ওপর থেকে নিচের তলার সবাই মিথ্যা কথা বলে। আই প্যাক যা শেখায় সেটাই টিয়া পাখির মত বলতে থাকে।”