আমাদের ভারত, ব্যারাকপুর, ১ মে: কাঁচরাপাড়ায় কোচ ফ্যাক্টারির নামে কোটি কোটি টাকা তছরুপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা জিতলে কাঁচরাপাড়ার ওয়ার্ক শপে বন্দে ভারতের কোচ তৈরী হবে, নির্বাচনী প্রচারে এই প্রতিশ্রুতি দিলেন অর্জুন সিং।
মঙ্গলবার কাঁচরাপাড়ার সিটি বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। বক্তব্য শেষে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মিথ্যাবাদী। একজন মুখ্যমন্ত্রী এত মিথ্যা কথা বলতে পারে এটা পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। পার্থ ভৌমিক সব জায়গায় বলে থাকেন গুন্ডারাজ খতম করব। সেই পরিপ্রেক্ষিতে অর্জুন সিং বলেন, গুন্ডারাজ যদি ওদের কথায় থাকে তাহলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। পার্থ ভৌমিকেরও পদত্যাগ করা উচিত। পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দেওয়া উচিত। যদি গুন্ডারাজ হয়ে থাকে। আমি কথা দিচ্ছি ১ লাখ ভোটে ওদের হারাবো।