Jalpaiguri তীব্র গরমে ট্র‍্যাফিক পুলিশ কর্মীদের পাশে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১ মে: তীব্র দাবদাহে রাস্তায় দাঁড়িয়ে ট্র‍্যাফিক পুলিশের কাজ করে যাচ্ছেন পুলিশ কর্মী থেকে সিভিক ভলান্টিয়াররা। বুধবার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে শহরের একাধিক ট্র‍্যাফিক মোড়ে কর্মরত ট্র‍্যাফিক পুলিশকে ওআরএস, চকলেট সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল।

শহরের বড় পোস্ট অফিস মোড়ে এক কর্মসূচির মধ্য দিয়ে সদর ট্র‍্যাফিক ডিএসএপি অরিন্দম পালচৌধুরী ও ট্র‍্যাফিক আইসি ডিজে ভুটিয়া’র উপস্থিতিতে
সকল ট্র‍্যাফিক পুলিশ কর্মীদের ওআরএস, চকলেট তুলে দেওয়া হয়। রামকৃষ্ণ আশ্রমের তরফে স্বামী প্রবরানন্দ৷ মহারাজ বলেন, তীব্র গরমে ট্র‍্যাফিক পুলিশরা যেভাবে মানুষের জন্য্য কাজ করে যাচ্ছেন। তাঁদের কল্যাণ হোক, এই কামনায় কিছু সামগ্রী তুলে দেওয়া হল।”

ডিএসএপি ট্র‍্যাফিক অরিন্দম পালচৌধুরী বলেন, “জেলা পুলিশের উদ্যোগে ট্র‍্যাফিক পুলিশ কর্মীদের বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করা হচ্ছে। তবে রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে আমরা খুশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *