CCO Bank, Jalpaiguri, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভা হলো জলপাইগুড়ির শতবর্ষ ভবনে

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৯ সেপ্টেম্বর: গত এক বছরে প্রায় ৭০০ কোটি টাকা টান ওভার হয়েছে দি জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের। বৃহস্পতিবার জলপাইগুড়ি শতবর্ষ ভবনে ব্যাঙ্কের বার্ষিক সাধারণ সভার আর্থিক লেনদেনের তথ্য তুলে ধরল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে কৃষকদের ঋণ দিতেও জোর দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

এদিনের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, মুখ‍্য নির্বাহী আধিকারিক গরিমা দত্ত ঘোষ, এছাড়া ব্যাঙ্ক পরিচালন কমিটির সদস্যরা। সারা বছরে প্রায় চারশো কোটি টাকা ডিপোজিট হয়েছে। ব্যাঙ্কের মাধ্যমে ৩ হাজার তিনশো ৮৫টি স্বনির্ভর গোষ্ঠী করা হয়েছে। এক হাজার নয়শো ২৭টি স্বনির্ভর গোষ্ঠীকে ১২৭ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ২৬ হাজার ৭২৩ জনকে ঋণ দেওয়া হয়েছে। এছাড়া ২১৮ জন পড়ুয়াকে প্রায় চার কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে।

এছাড়া অন্য সব ব্যাঙ্কের সঙ্গে তাল মিলিয়ে কিউ আর কোর্ড চালু করা হয়েছে। ব্যাঙ্কের ব্যবসায়ী গ্রাহকদের কিউ আর কোর্ড দেওয়া হচ্ছে ব্যাঙ্ক থেকে। ১০৫ কোটি টাকা কৃষি ঋণ দেওয়া হয়। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১৮ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। একাধিক অকেজো সমবায় সচল করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানালেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *