কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হীরণময় চট্টোপাধ্যায়ের কাছে কান্নায় ভেঙে পড়লেন এক শিক্ষিতা মহিলা। ঘাটালের পান্নাতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন হিরন। অনার্স এবং বিএড পাস ওই মহিলা আদিবাসী সম্প্রদায়ের হওয়া সত্বেও এখনো পর্যন্ত তিনি কর্মহীন অর্থাৎ তার চাকরি হয়নি। যদিও তিনি চাকরির চেষ্টা করছেন, পরীক্ষাও দিয়েছেন।
বীণা নায়েক নামে ওই মহিলার বাবা দিনমজুর। নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। খুবই দারিদ্রতার মধ্যে দিন যাপন করছেন।
হিরণ ওই মহিলার ফোন নাম্বার নিয়ে বলেন, আমি ভোটের আগে মিথ্যা প্রতিশ্রুতি দেব না। কারণ মিথ্যে প্রতিশ্রুতি আমরা দিই না। আমি ভোটের পরে যোগাযোগ করব।
বীণা বলেন, বিদায়ী সাংসদ দেব কোনোদিন তাদের গ্রামে আসেননি। তাই ইচ্ছে থাকলেও তাদের দুঃখের কথা সাংসদকে জানাতে পারেননি। বীণা হিরণকে তাদের দুঃখের কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
দু’ চোখ জলে ভরে যায় তার। শিক্ষিত কর্মহীন হতাশ যুব সমাজের একজন প্রতিনিধি তিনি। যা মনে করিয়ে দেয় বেকারত্বর, হতাশা এবং যন্ত্রণার কথা, যা সব স্বপ্নকে ভেঙ্গে দেয়।