পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের অন্তর্গত পিড়াকাটার কলসিভাঙ্গাতে প্রগ্রেসিভ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হলো।
এই এলাকার বেশিরভাগ পরিবার তাপাশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের পিছিয়ে পড়া মানুষ। তাদের সাস্থ্য পরিষেবা দেওয়া ও তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে প্রায় তিন শতাধিকের বেশি মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং ২৩ জনের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।