Accident, bongaon, বনগাঁয় ফের পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধার, অবরোধ- বিক্ষোভ- ভাঙ্গচুর, এলাকায় উত্তেজনা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ মে: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক বৃদ্ধার। মঙ্গলবার সাতসকালে এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বনগাঁয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানাগেছে, ওই বৃদ্ধার নাম গীতারানী দাস। বাড়ি বনগাঁ থানার শিমুলতলার চামড়াকুটি এলাকায়। মাঝেমধ্যে তিনি কাগজ সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হতেন। মঙ্গলবার ভোরেও কাগজ কুড়োতে বেরিয়েছিলেন। বনগাঁর বিএসএফ ক্যাম্প মোড়ে আসার পর একটি ট্রাক তাকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর পড়ে যান। আর তারপর ট্রাকের চাকা তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এরপরেই এলাকায় তৈরি হয় উত্তেজনা।

স্থানীয় মানুষের অভিযোগের তীর পুলিশের দিকে। তাদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই এমন ঘটনা ঘটেছে। এরপরেই স্থানীয় মানুষজন এলাকায় ভাঙ্গচুর, বিক্ষোভ এবং অবরোধ শুরু করেন। বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন, তৃণমূলের নেতা নান্তু ঘোষের নেতৃত্বে এই এলাকায় ট্রাক চালকদের কাছ থেকে টাকা তোলা হয়। এদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য ট্রাক চালকরা দ্রুত গতিতে গাড়ি চালায়, এর ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।

তৃণমূল নেতা নান্তু ঘোষ এই অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক ফয়দা তুলতে চায় বিজেপি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। উপস্থিত হন বিজেপি নেতা দেবদাস মন্ডলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *