আমাদের ভারত, ৬ মে: যখন দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে প্রচার তুলতে ব্যস্ত তৃণমূল। তখন রাজ্যে এসে ওই ইস্যুতে এই তৃণমূলের আক্রমণের ঝাঁঝ আরো বেশি বাড়ালেন অমিত শাহ। সোমবার বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে প্রচারে এসে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করলেন, সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতন হয়েছে ধর্মের ভিত্তিতে। একই সঙ্গে আবারও শেখ শাহজাহান সহ সব দুষ্কৃতীদের প্রয়োজনে পাতাল থেকেও বের করে সাজা দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
আজ দুর্গাপুরে অমিত শাহের বক্তব্যের একেবারে শেষে সন্দেশখালি প্রসঙ্গ উঠে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্দেশখালিতে তৃণমূলের নেতারা ধর্মের ভিত্তিতে আমাদের হাজার হাজার মা-বোনেদের উপর অত্যাচার করেছে। মমতা দিদি এদের ধরতে রাজি ছিলেন না। হাইকোর্টকে অর্ডার দিতে হয়েছে। তারপরেও তদন্ত করেনি। তাই হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দিয়েছে।
তিনি বলেন,”শাজাহানদের কাঠগড়াদের পিছনে পাঠানো উচিত। মমতা দিদি আপনার লজ্জা করা উচিত। আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আপনার রাজত্বে হাজার হাজার মহিলার ওপর নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আপনার কোন হেলদোল নেই।”
অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্দেশখালিতে যে অত্যাচার করেছে মমতা দিদি তাকে পাতালে লুকিয়ে রাখলেও আমরা তাকে খুঁজে জেলে ভরব।
সন্দেশখালি স্টিং অপারেশনের ঘটনা ভোটের মুখে বেশি করে আলোচনায় উঠে এসেছে। শনিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে সন্দেশখালি দু’নম্বর মন্ডলের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়ালকে দেখা গেছে ভিডিওতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সামনে তিনি দাবি করছেন সন্দেশখালিতে ধর্ষণের অভিযোগ ভুয়ো। বিজেপি নেতারা মহিলাদের ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ করিয়েছেন। এমনকি ভোটের সময় কত অস্ত্র লাগবে তা নিয়ে আলোচনা করতে শোনা গেছে তাকে। কিন্তু গঙ্গাধরবাবু বলেন, তার কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে। শনিবার বিকেলে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেন, ভিডিওটি ভুয়ো। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভিডিওটিকে ডিপ ফেক বলে দাবি করেছেন। অথচ এই ভিডিওটি হাতিয়ার করে
দেশজুড়ে প্রচার শুরু করেছে তৃণমূল। তাদের দাবি, টাকার বিনিময় বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে বিজেপি। এর পাল্টায় সোমবার অমিত শাহ তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়েছেন, তাহলে সন্দেশখালির শেখ শাহজাহান কি নির্দোষ?