আমাদের ভারত, ৬ মে: ভোট প্রচারে এসে আবারও বাংলায় দুষ্কৃতি ও গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দিয়ে গেলেন অমিত শাহ। শিল্প শহর দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে সেখানে একাধিক বন্ধ কারখানা খুলে দেওয়ার মতো বড় প্রতিশ্রুতিও দিলেন মোদীর ডেপুটি। তবে সব কিছুরই শর্ত একটা এবারের নির্বাচনে জিতিয়ে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে পার্লামেন্টে পাঠাতে হবে।
সোমবার রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সমর্থনে ভোট প্রচারে একদিকে যেমন তৃণমূলকে তোপ দেগেছেন, তেমনই এক ঝাঁক প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিলীপ ঘোষের সমর্থনে দুর্গাপুরে নির্বাচনী প্রচারে এসে অমিত শাহ বলেন, আমি আপনাদের মোদীর গ্যারান্টি দিচ্ছি এই কেন্দ্রে দিলীপ
দা’কে জিতিয়ে দিন। বর্ধমান- দুর্গাপুরের যে সমস্ত কারখানা বন্ধ পড়ে রয়েছে তা চালু করবো আমরা। শাহের আরো বার্তা, এই এলাকায় স্টিল ও ইউরিয়া প্ল্যান্টে আরো বিপুল বিনিয়োগ করে এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া হবে।
তৃণমূলের বিরুদ্ধে সরাসরি দুষ্কৃতিরাজের অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, এলাকার শ্রমিকদের ওপর তৃণমূলের দুষ্কৃতীতের রাজত্ব চলছে। শ্রমিকদের তার প্রাপ্য থেকে বঞ্চিত করে তোলাবাজি চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। আর সেই টাকা চলে যাচ্ছে ভাইপোর কাছে। তিনি বলেন, “এখানে একবার আমাদের জিতিয়ে দিন আমি কথা দিচ্ছি এই সমস্ত গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করবো আমরা”
একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে অমিত শাহ বলেন, “দিদি গত ১৫ দিন ধরে এখানে আছেন বিজেপিকে হারাতে। দিদি আপনাকে চ্যালেঞ্জ করছি, পাঁচ বছর এখানে থাকলেও আমাদের হারাতে পারবেন না। এখানে অপরাধের প্ল্যান্ট খুলেছেন দিদি। এখানে রাজ্যের মন্ত্রীর কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে।” বিরোধীদের ইন্ডিয়া জোট ১২ লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে বলে অভিযোগ অমিত শাহের।
এদিন রাম মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে আবারো শাহ তোপ দেখেছেন তৃণমূল ও কংগ্রেসের বিরুদ্ধে। তিনি বলেছেন, তৃণমূল এবং কংগ্রেস দল রাম মন্দির তৈরির পথে বাধা দিয়েছিল। প্রাণ প্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হলেও ওরা যাননি। না যাওয়ার কারণ হিসেবে তিনি ভোট ব্যাঙ্কের ভয়কে দায়ী করেছেন। শাহের দাবি, ভোট ব্যাঙ্কের ভয়ে রাম’কে বহিষ্কার করেছিল তৃণমূল।