আমাদের ভারত, হাওড়, ২১ জানুয়ারি: বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে হাওড়া এসেছিলেন অমিত শাহ। আর বিধানসভা নির্বাচনের আগে আবার তিনি হাওড়ায় আসছেন। বিজেপির দলীয় সূত্রে খবর, আগামী ৩১ জানুয়ারি হাওড়া ও উলুবেড়িয়ায় দলীয় কার্যক্রমে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বিজেপির দলীয় সূত্রে খবর, ৩১ জানুয়ারি সকালে হাওড়ায় দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার পর দুপুরে হেলিকপ্টারে উলুবেড়িয়া রঘুদেবপুরের মাঠে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে একটি তপশিলি পরিবারে মধ্যাহ্ন ভোজন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। পরে বিকেলে উলুবেড়িয়ায় একটি রোড শো’তে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির দলীয় সূত্রে খবর, রোড শো’য়ের শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উলুবেড়িয়ার প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেবেন। পরে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে বৃহস্পতিবার দুপুরে রঘুদেবপুরে হেলিপ্যাড তৈরির জায়গা এবং উলুবেড়িয়ার শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি পরিদর্শন করতে আসেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মন্ডল, বিজেপি নেতা অনুপম মল্লিক। এদিন প্রত্যুষ মন্ডল বলেন, যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উলুবেড়িয়ায় আসবেন সেদিন লক্ষাধিক মানুষের সমাগমে উলুবেরিয়া শহর স্তব্ধ হয়ে যাবে।