Amit Malvya, Mamata, হরিপালে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, অবিলম্বে মমতার পদত্যাগ দাবি মালব্যর

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: হরিপালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিজেপি নেতা অমিত মালব্য।

অমিতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “এক তরুণী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বাংলা যখন উত্তাল, তখন হুগলির হরিপালে ১৫ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করে রাস্তার ধারে নগ্ন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এটি বৃহত্তর কলকাতা অঞ্চলের অংশ।

মেয়েটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাতে ঘটনাটির রিপোর্ট না হয় তা নিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে, সাংবাদিকদের প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না। স্থানীয় টিএমসি নেতারা ঘোরাফেরা করছেন। পশ্চিমবঙ্গ নারী ও মেয়েদের জন্য সবচেয়ে অনিরাপদ স্থান। ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যথেষ্ট হয়েছে। এমনকি তিনি ধর্ষণ এবং পকসো মামলা পরিচালনার জন্য ফাস্ট ট্র্যাক আদালতও তৈরি করেননি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *