আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: “একদল মার খেয়েই যাবে, আর অন্য দল গাছেরও খাবে তলারও কুড়োবে, তা কি হয়? প্রতিক্রিয়া অবশ্যম্ভাবী।”
শনিবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখেছেন, “ভারতে এখানে একটা, সেখানে একটা, ধর্ষণের ও ধর্মীয় হিংসার ঘটনা নিয়ে বাংলাদেশি ও ভারতীয় বাঙালি মুসলমানেরা লুঙ্গি তুলে নাচতে থাকে। এরা কি জানে না, না জেনেও ন্যাকা সাজছে, যে কী ভয়াবহ গণ-হিন্দুহত্যা মুসলমানেরা ওই ভূখণ্ডে করেছিল?
১৯৪৬-এ নোয়াখালিতে, ১৯৫০-এ ঢাকা-বরিশালে, ১৯৬২-তে রাজশাহীতে, ১৯৬৪ ও ১৯৭১-এ সারা ভূখন্ড জুড়ে। বাংলাদেশ হবার পরেও এই হত্যাকান্ড সমানে চলেছে। এরই ফলে এই ভূখণ্ডে হিন্দুর অনুপাত ২৯% থেকে ৮% হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে মুসলমানের অনুপাত ২০% থেকে বেড়ে ৩০% হয়েছে।”
এ ব্যাপারে বিশদে জানতে তাঁর লেখা তিনটি বইয়ের ছবি বার্তায় যুক্ত করে সেগুলো পড়ার আবেদন করেছেন তথাগতবাবু।