নয়া কৃষি আইনের বিরোধিতা করছে খালিস্তানি ও মাওবাদীরা, দিল্লি জ্বালাতে মদত দিচ্ছে কেজরিওয়াল: অমিত মালব্য

আমাদের ভারত, ৩০ নভেম্বর: রাজধানীতে কৃষক বিক্ষোভ নিয়ে বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল খালিস্তানি জঙ্গিরা আন্দোলনের নামে পরিস্থিতিকে উত্তপ্ত করছে। এবার খালিস্তানি জঙ্গিদের সঙ্গে মাওবাদী সংযোগেরও অভিযোগ করলেন বিজেপি নেতা অমিত মালব্য। একইসাথে তাঁর অভিযোগ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এদের মদত দিচ্ছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সোমবার টুইটারে লেখেন, ২৩ নভেম্বর নয়া কৃষি আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল আপ সরকার। তা কার্যকর করাও শুরু করেছিল তারা। কিন্তু খালিস্তানি ও মাওবাদীরা আইনের বিরোধিতায় এগিয়ে আসতেই রাজধানী জ্বালানোর সুযোগ পেয়ে গেছেন। কৃষকদের নিয়ে তাঁর কোনও মাথাব্যাথাই ছিল না সম্পূর্ণটাই শুধু রাজনীতি।

কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ করতে দিল্লি সরকার কৃষি আইন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে তা টুইটারে পোস্ট করেছেন অমিত মালব্য।

নয়াকৃষি আইনের বিরোধিতা করে পাঞ্জাব, হরিয়ানা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে হাজার হাজার কৃষক আন্দোলনে নেমেছেন। সোমবার তারা রাজধানীর উপকণ্ঠে প্রবেশ করেছেন। অমিত মলব্যের মতো হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও কৃষক আন্দোলনে খালিস্তানি সংযোগ রয়েছে বলে অভিযোগ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের ছবি ভাইরাল হবার ঘটনায় খাট্টার বলেন, ‘আমাদের কাছে খবর রয়েছে ভিড়ের মধ্যে অবাঞ্ছিত লোকজন রয়েছে। উপযুক্ত প্রমাণ পেলে বিশদ তথ্য সামনে আনা হবে। এমনকি সেখানে খালিস্তান পন্থী স্লোগান উঠেছে। ভিডিওতে বলতে শোনা গেছে ইন্দিরা গান্ধীর ওই হাল করলে কেন মোদীর নয়?’ তিনি অভিযোগ করেছেন কৃষকদের উস্কানি দিচ্ছে বিরোধী শিবিরের রাজনৈতিকরা।

উত্তরাখণ্ডের বিজেপি নেতা দুঃশন্ত কুমার গৌতম বলেছেন, এই বিক্ষোভের সঙ্গে কৃষকদের কোনও সম্পর্ক নেই। সন্ত্রাসবাদী এবং দেশবিরোধী শক্তি আন্দোলন হাইজ্যাক করেছে। যে সব বিলাসবহুল গাড়ি ও দামি জামা কাপড় পড়ে রাজধানীর বুকে যারা ঘুরছেন তারা কখনো কৃষক হতে পারেন না।

কিন্তু কৃষক বিক্ষোভের সাথে খালিস্তানি যোগ টেনে আনায় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরাও। তাদের অভিযোগ কৃষকদের সমস্যা সমাধানের চেষ্টা না করে ইচ্ছাকৃতভাবে তাদের সন্ত্রাসী বলে প্রমাণের করার চেষ্টা করছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *