আমাদের ভারত, ২৮ মার্চ: কর্মরত এক মহিলা সাংবাদিকের প্রতি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভব্য আচরণের নিন্দা করলেন বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গে দলের সহ -পর্যবেক্ষক অমিত মালব্য।
এক্স হ্যান্ডলে ভিডিও যুক্ত করে অমিতবাবু লিখেছেন, “তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বাংলায় সাংবাদিকদের গালাগালি করার পরে, এখন কল্যাণ ব্যানার্জির পালা। নোংরা মুখের এই সাংসদ উপরাষ্ট্রপতিকে উপহাস করেছিলেন। এবার কর্মরত সাংবাদিকদের প্রতি অশ্লীলতা ছুঁড়ে দিলেন কল্যাণবাবু। পশ্চিমবঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা মরীচিকা। তৃণমূলের কারও প্রতি শ্রদ্ধা নেই!”
সঙ্গের ভিডিও-র কথোপকথনে দেখা যাচ্ছে এক সাংবাদিক দীর্ঘ সময় অপেক্ষার পর নির্বাচন বিষয়ক প্রশ্নের উত্তরের জন্য কল্যাণবাবুর দিকে বুম বাড়িয়েছেন। ব্যস্ত কল্যাণবাবু তাতে প্রচণ্ড উত্তেজিত হয়ে চেঁচিয়ে, আঙুল তুলে সেই সাংবাদিককে ভর্ৎসনা করছেন।