Cpm, Durgapur নাম ঘোষণা হতেই সরাসরি জনসংযোগে নেমে পড়লেন বর্ধমান–দুর্গাপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী, ৩ দিনের ঠাসা কর্মসূচি

আমাদের ভারত, ২৭ মার্চ: বর্ধমান–দুর্গাপুর কেন্দ্রে
তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম তিন দলেরই প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে। প্রচারও শুরু করেছেন তিন দলের প্রার্থী। তবে সিপিআইএম প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী নেমে পড়েছেন সরাসরি জনসংযোগে। আমআদমির সাথে তাদের দৈনন্দিন জীবনের সুবিধা-অসুবিধার কথা জানতে বাড়ি বাড়ি ঘুরতে শুরু করে দিয়েছেন অধ্যাপক সুকৃতি ঘোষাল। অত্যন্ত শিক্ষিত মার্জিত সুকৃতি ঘোষাল ইতিমধ্যেই জানিয়েছেন, জনসাধারণের মধ্যে এত বড় পরিসরে কাজের সুযোগ পেয়ে নিজেকে আরো বেশি সমৃদ্ধ করে তুলতে পারবেন। তাই প্রথম দিন থেকেই সাধারণ মানুষের মধ্যে প্রচারে নেমে পড়েছেন তিনি।

ইতিমধ্যেই বর্ধমানের মানকরের বিভিন্ন গ্রামেগঞ্জে খেটে খাওয়া মানুষের সাথে সরাসরি কথা বলেছেন তিনি। মিশে গেছেন খেটে খাওয়া মানুষের মধ্যে।সিপিআইএম সূত্রে খবর, আগামী ২৯ তারিখ থেকে তিনদিন তাঁর প্রচার করার কথা দুর্গাপুর শিল্পাঞ্চলে। শুক্রবার সকালে সিটি সেন্টার, চন্ডীদাস বাজার সংলগ্ন এলাকায় একটি পদযাত্রায় সামিল হবেন সিপিআইএম প্রার্থী। যাবেন মহুয়া বাগান ও বিজরা গ্রামে। বিকেল যাবেন শিল্পাঞ্চল এলাকার এ–জোন ও বেনাচিতি এলাকায়।

সন্ধ্যাবেলার চা-টাও কোনো রেঁস্তোরা বা ঝাঁ চকচকে ক্যাফতে নয় খাবেন একবারে ছাপোষা বস্তির মানুষের সঙ্গে, তাদের সুখ দুঃখের কথা শুনতে শুনতে। ওইদিন তালতলা ও মুচিপাড়া এইচএফসি গেট বস্তিতে গিয়ে তাদের সঙ্গে চা খেতে খেতে তাদের চাওয়া পাওয়া কথা শুনবেন তিনি ।

পরদিন শনিবার, পদযাত্রায় পা মিলিয়েই তাঁর দিন শুরু হবে। পানাগড়, রণ্ডিহা, ত্রিলকচন্দ্রপুর, কাঁকসা এলাকায় জনসংযোগে ব্যস্ত থাকবেন তিনি।

৩১ শে মার্চ, রবিবার ছুটির দিনে তাঁর শিল্পাঞ্চল জুড়ে ঠাসা কর্মসূচি। সকালে শ্যামপুর, দুর্গাপুর স্টেশন, ডিপিএল এলাকায় মিছিল হবে তাঁকে সামনে রেখে। আবার বিকেলেও এম এম সির বিভিন্ন এলাকায় মিছিল রয়েছে। সন্ধ্যায় ৩৮ নম্বর ওয়ার্ডে তাঁর একটি সভা করার কথা রয়েছে।

প্রচারের সূচি অনুযায়ী বোঝাই যাচ্ছে মূলত শ্রমিক মোহল্লা, বস্তি, গরিব পাড়ায় তিনি জনসংযোগে যাবেন।

জানা গেছে, দুর্গাপুরে প্রচারে এসে তিনি কোনো নামিদামি হোটেল বা সাজানো গোছানো বাংলোতে থাকবেন না। তিনি রাত কাটাবেন দুর্গাপুরেরই কোনো এক শ্রমিক পরিবারের সাথে। তৃণমূল ও বিজেপি দু’দলের প্রার্থী এই এলকার বাসিন্দা নন। কিন্তু অধ্যাপক সুকৃতি ঘোষাল বর্ধমান–দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। আদ্যপ্রান্ত সাদা মাটা অথচ অত্যন্ত শিক্ষিত ডঃ সুকৃতি ঘোষালের মানুষের সঙ্গে সরাসরি কথা বলার এই প্রক্রিয়া ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *