আমাদের ভারত, ২৮ মার্চ: “আজ পূর্ববঙ্গে হল, আগামীকাল পশ্চিমবঙ্গে হবে। তথাকথিত ধর্মনিরপেক্ষতার উচ্ছ্বাসে ভেসে যান, আর ভবিষ্যৎ প্রজন্মের সর্বনাশ নিশ্চিত করে ফেলুন।” বাংলাদেশে এক হিন্দু ব্যক্তির উপর আক্রমণের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
মহারাষ্ট্রের বিজেপি-র বেঙ্গলি সেল-এর আহ্বায়ক রঞ্জন চৌধুরী এক্স হ্যান্ডলে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির ছবি দিয়ে লিখেছেন, “আপনার সদয় হস্তক্ষেপের জন্য অনুরোধ। বাংলাদেশে রমজানে দোকান খোলা রাখার জন্য সোহেলের নেতৃত্বে একদল জনতা এক হিন্দু ব্যক্তির উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে আহত করেছে।”
রঞ্জনবাবু এই সচিত্র আবেদন যুক্ত করেছেন ভারতের বিদেশমন্ত্রক, বিদেশমন্ত্রী ডঃ এস জয়রমণ, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অধীর চৌধুরী, তথাগত রায় এবং শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত একটি লিঙ্কে। এর প্রেক্ষিতেই তথাগতবাবু ওই মন্তব্য করেছেন।