আমাদের ভারত, ১০ মার্চ: ভাগলপুরে বাঙালিদের ভিটেছাড়ার জন্য আজাদদের দায়ী করে তোপ দাগলেন বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর অমিতবাবু এক্স হ্যান্ডলে লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভাগবত ঝাঁ আজাদের ছেলে কীর্তি আজাদকে টিকিট দিয়েছেন। তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা ভাগলপুরে একটি বাঙালি হিন্দু মেয়েকে তার নিজের বাড়ি থেকে অপহরণ করেছিল। এর ফলে ৫০,০০০ বাঙালি দুঃখজনকভাবে ভিটে ছাড়তে শুরু করে। তাঁরা কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করেছিলেন।
পাপড়ি বোস-রায়কে তাঁর নির্বাচনী এলাকা ভাগলপুরে কীর্তি আজাদের বাবা ভগবত ঝাঁ আজাদের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী এবং অনুচররা অপহরণ করেছিল। ভগবত ঝাঁ তখন মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু বাঙালি মেয়েটিকে খুঁজে পেতে কিছুই করেননি। উল্টে তিনি মেয়েটির অপহরণকারী ও বাঙালি হিন্দুদের নির্যাতনকারীদের রক্ষা ও সাহায্য করেছিল।
বাঙালির অভিশাপ আজাদ বংশকে বিহারের রাজনীতি থেকে নিশ্চিহ্ন করে দেয়। বহু মানুষকে মানসিক ও দৈহিক কষ্ট দিয়েছিলেন আজাদরা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান-দুর্গাপুর থেকে তাঁদের পরিবারের পুত্রকে প্রার্থী করার সিদ্ধান্ত নিলেন। লজ্জা। এটি সন্দেশখালিতে হিন্দুদের নির্যাতনকারী শেখ শাহজাহানকে রক্ষা করার মতো।”