TMC, ex-police, Amit Malviya, পুলিশের সদ্য প্রাক্তন কর্তাকে তৃণমূলের প্রার্থী, এক্স হ্যান্ডলে কড়া মন্তব্য অমিত মালব্যর

আমাদের ভারত, ১০ মার্চ: ২০২১ সালের বিধানসভা ভোটের মাস তিন আগে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির চাকরি থেকে অবসর নেন। সেই অবসর নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরে তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন এবং জয়ী হন ও মন্ত্রীও হন। রবিবার উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন (প্রোমোটি) আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়।

এর পর বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, “পশ্চিমবঙ্গের পুলিশ কতটা আপসহীন তার একটি উদাহরণ এখানে দেওয়া হল। প্রসূন বন্দোপাধ্যায় (আইপিএস) ৯ মার্চ পর্যন্ত রায়গঞ্জ রেঞ্জের আইজিপি ছিলেন। তিনি ভিআরএস নিয়েছিলেন। টিএমসি তাঁকে ১০ তারিখে মালদা উত্তর থেকে তাঁদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। চাকরিতে থাকাকালীন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার প্রতি কতটা বাধ্য ছিলেন তা কেউ কল্পনা করতে পারে।”

প্রসঙ্গত, প্রায় ৬ বছর চাকরির মেয়াদ থাকতেই ইস্তফা দেন প্রসূনবাবু। সেই ইস্তফাপত্র গ্রহণও করে রাজ্য সরকার। মালদা ও দিনাজপুরে এসপি-র দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তীকালে রায়গঞ্জ রেঞ্জের আইজি পদে তাঁকে নিয়োগ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *