আমাদের ভারত, ২২ নভেম্বর: শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়েছে, যা এখনো অব্যাহত। এই পরিস্থিতিতে আরো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ১৩ বছরের এক হিন্দু ছাত্রীর উপর অত্যাচার করা হয়েছে। অভিযোগ উঠেছে এক মুসলিম শিক্ষকের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে নির্যাতিতার বয়ান শোনা ও দেখা যাচ্ছে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের ভারত)। ভাইরাল ভিডিওতে নির্যাতিতা ছাত্রী জানাচ্ছে, শনিবার ওই শিক্ষকের কাছে সে প্রাইভেট টিউশন পড়তে যায়। সেই সময় সেখানে সে ছাড়াও আরও অনেকে পড়তে গিয়েছিল। ওই শিক্ষক পড়ানোর পর বাকিদের ছেড়ে দিলেও ওই হিন্দু ছাত্রীকে অন্য ঘরে নিয়ে গিয়ে কু- প্রস্তাব দেয়। এমনকি তার সাথে ঘনিষ্ঠ হতে জোর করে এবং তার বিনিময়ে ওই শিক্ষক ছাত্রীটিকে টাকা দেবে বলেও জানায়। কিন্তু নির্যাতিতা চলে আসে কোনো রকমে। এরপর ওই শিক্ষক তাকে রাস্তাতে, স্কুলে নানা ভাবে বিরক্ত করতে থাকে বলেও অভিযোগ। ক্রমাগত ওই শিক্ষক ছাত্রীটির উপর মানসিকভাবে নির্যাতন চালায় বলে অভিযোগ। নির্যাতিতা তরুণী জানিয়েছে, ওই অভিযুক্ত শিক্ষকের নাম ইলিয়াস উর রহমান।
শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের হিন্দুদের অবস্থা শোচনীয়। অত্যাচার বাড়ছে প্রতিদিন। যদিও মোহম্মদ ইউনুস সরকার সবটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তবে শুধু হিন্দু নয়, বাংলাদেশেও আক্রান্ত হচ্ছে অন্যান্য সংখ্যালঘুরাও। হাসিনার পতনের পর সংখ্যালঘুরা একাধিকবার পথে নেমেছেন প্রতিবাদ জানাতে।