সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ সেপ্টেম্বর: আর জি কর হাসপাতালের ঘটনায় সাথে সাথে বিভিন্ন কলেজে থ্রেট কালচারও জনসমক্ষে চলে আসে। এবার বাঁকুড়ার সারদামণি মহিলা কলেজে বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে থ্রেট করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ সকালে কলেজের গেটের সামনে একদল ছাত্রী বিক্ষোভ দেখায়। যা নিয়ে সরগরম রাজনৈতিক মহল।
আর জি কর কান্ডের প্রতিবাদে কর্মসূচি পালনের জন্য অনুমতি না পেয়ে কলেজের গেটের বাইরে কর্মসূচি পালন করেন ছাত্রীরা। তারই পরিপ্রেক্ষিতে ভূগোলের বিভাগীয় প্রধান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা ভূগোল বিভাগের পঞ্চম সেমিস্টারের দুই ছাত্রীকে অপমান করে ক্লাস থেকে বেড়িয়ে যেতে বলেন। এই অভিযোগ জানিয়ে ক্ষুব্ধ দুই ছাত্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর দ্বারস্থ হন। এ খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কলেজে। আজ কলেজের গেটের সামনে কয়েকজন ছাত্রী বিক্ষোভও দেখায়।
কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান শ্যামল সাঁতরার বক্তব্য, আর জি কর- এর ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই।ওই দুই ছাত্রী একটি রাজনৈতিক দলের লিফলেট বিলি করে ছাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করতো।ছাত্রীদের উত্যক্ত করা হোত।বেশ কিছু ছাত্রী তার কাছে অভিযোগও জানায়। সে কারণেই ওদের এখন ক্লাসে থাকতে নিষেধ করেছিলাম।