আমাদের ভারত,২২ মার্চ: করোনা ভয়ঙ্কর আকার নেওয়ার আগে তার মোকাবেলা করার জন্য এবার কলকাতা সহ রাজ্যের সব পুরো এলাকা লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী কাল বিকেল থেকে ২৭ মার্চ পর্যন্ত লক ডাউন থাকবে রাজ্যে সবকটি পুর এলাকা। তবে খোলা থাকবে জরুরী পরিষেবা।
প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশে যে ৭৫ টি জেলায় করোনা ভাইরাস সংক্রমিত রোগের সন্ধান পাওয়া গেছে,সেখানে সব বন্ধ করে কেবলমাত্র জরুরী পরিষেবা চালু রাখার নির্দেশ দেয় কেন্দ্র সরকার। রবিবার সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারিসব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে স্থির হয় দেশেরযে ৭৪ জেলা থেকে করোনা আক্রান্তের খবর এসেছে সেই গুলিতে অবিলম্বে জরুরী পরিষেবা চালু রেখে সব বন্ধ করে দেওয়া হোক। বৈঠকে পর যে বিবৃতি দেওয়া তাতে লকডাউন শব্দটি ব্যবহার করা হয়নি তবে। রবিবারের মত অর্থাৎ জনতা কারফিউর মত জরুরী পরিষেবা চালু রেখে সব বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে ক্যাবিনেট সচিবালয়ের তরফে একইসঙ্গে বলা হয়েছে ওই ৭৪ টি জেলাই চুড়ান্ত নয়। রাজ্য সরকার চাইলে সেই তালিকা তাদের বিবেচনা অনুযায়ী বাড়াতেও পারে। এরপরই পশ্চিমবঙ্গ সরকার কলকাতা সহ রাজ্যের সবকটি পুর শহর আগামী কাল থেকে লক ডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।