আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৬ নভেম্বর: কৃষি বিল সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বাম-কংগ্রেসের ডাকা ভারত বনধে সর্বাত্মক সাড়া দিল আলিপুরদুয়ার জেলা। আজ সকাল থেকে রাস্তায় দেখা যায়নি কোনও বেসরকারি যানবাহন। খোলেনি দোকানপাট। বসেনি বাজার। সরকারি বাস চললেও যাত্রী ছিল না বললেই চলে। চা-বাগানগুলিতেও কাজ হয়নি বললেই চলে। ব্যাঙ্ক, এলআইসি-র দফতরগুলি বন্ধ থাকলেও সরকারি অফিস খোলা ছিল। তবে, উপস্থিতির হার ছিল সামান্য।
আলিপুরদুয়ার জেলায় এদিন সকাল থেকেই কংগ্রেস এবং বামফ্রন্ট নেতৃত্বকে দলীয় পতাকা নিয়ে রাস্তায় নামতে দেখা যায়। জেলাসদরের মোড়ে মোড়ে চলে পিকেটিং, স্লোগান, মিছিল। তবে এদিন জেলার রাস্তায় মহিলা নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিতি ছিল নজর কাড়ার মত। অন্যদিকে ধর্মঘট সমর্থকরা আলিপুরদুয়ার জংশন স্টেশনে পিকেটিং করে রেল অবরোধ করে রেললাইনের উপর বসে পড়েন।এমনিতে কোভিড পরিস্থিতিতে ট্রেন কম থাকলেও অবরোধের ফলে আটকে যায় দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস। পরে রেল কর্তৃপক্ষের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে ট্রেন ছোটে নির্দিষ্ট গন্তব্যের দিকে। বনধকে ঘিরে জেলায় তেমন কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বন্ধে যেভাবে সাধারন মানুষ সাড়া দিয়েছেন তার জন্য জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন জেলা বামফ্রন্ট ও কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্ব।