স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১ জানুয়ারি: বিষের ২০ সাল বিদায়ের পর আজ ২০২১ সালকে বরণ করে নিতে আনন্দ উৎসবে মেতে উঠল রায়গঞ্জের বাসিন্দারা। নতুন বছরকে স্বাগত জানাতে ঘোরাফেরা এবং বনভোজনের মধ্য দিয়ে আনন্দে কাটাচ্ছে বাঙালি। তাই আজ রায়গঞ্জ শহরের ইকো পার্ক ও কর্নজোড়া পার্কে জমজমাট ভিড় দেখা গেল।
দীর্ঘদিন ধরে লকডাউন ও করোনা আবহে ঘরবন্দী থাকা মানুষ যেন মুক্তির স্বাদ নিতে ভিড় জমাল রায়গঞ্জ শহরের বিভিন্ন উদ্যান ও পার্কে। তবে তুলনামূলকভাবে অন্যান্য বছরের মতো এবার অনেকটাই ফাঁকা রয়েছে বলে জানালেন পার্কে বেড়াতে আসা মানুষজনরা। পরিবারের সকলে মিলে বাড়ি থেকেই খাবার দাবার সাথে করে নিয়ে এসে পার্কে উদ্যানে ঘোরাফেরার পর কোথাও বসে একসঙ্গে খাওয়া দাওয়া করা, ছবি তোলা, আমোদপ্রমোদ করে আজকের দিনটাকে সেলিব্রেট করাই উদ্দেশ্য বলে জানালেন তাঁরা। করোনার আবহ থাকলেও বেশিরভাগ মানুষের মুখে কিন্তু নেই মাস্ক বা ব্যাবহার করছেন না স্যানিটাইজার। জিজ্ঞাসা করতেই বললেন ব্যাগে আছে। শুধু রায়গঞ্জ কুলিক ইকো পার্কেই নয়, কর্নজোড়া পার্কে, কুলিক নদীর ধারে অনেককেই দেখা গেল পরিবারসহ ঘুরে বেড়াতে, ইংরেজি নববর্ষের আনন্দ উপভোগ করতে।