BJP, Agnimitra Pal, wall writing, নাম ঘোষণার পরেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের নামে শুরু দেওয়াল লিখন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: অবশেষে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলো গেরুয়া শিবির। আর তাতে ভারতী ঘোষ এবং দিলীপ ঘোষের জল্পনা উড়িয়ে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলো অগ্নিমিত্রা পালের। ফলে খুশির হাওয়া মেদিনীপুর শহরজুড়ে। দোলের দিন সকালে যুব মোর্চার কর্মীরা সবাইকে বিভিন্ন রঙে রাঙিয়ে প্রার্থীর নামে স্লোগান দিয়ে চালালো এক প্রস্থ দেওয়াল লিখন। নেতৃত্বরা জানান, মেদিনীপুর থেকে লক্ষাধিক ভোটে অগ্নিমিত্রা পালকে জেতাবে তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভার মধ্যে ৩২ নম্বর ঘাটাল লোকসভার প্রার্থী আগেই ঘোষণা করেছে বিজেপি। প্রথম দফায় ২০ জন প্রার্থীর নামের তালিকায় ঘাটাল লোকসভা থেকে নাম ঘোষণা হয়েছে অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের। যদিও ৩৪ নম্বর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জেতা প্রার্থী দিলীপ ঘোষ থাকা সত্ত্বেও নাম প্রকাশ করেনি বিজেপি নেতৃত্ব। দ্বিতীয়
তালিকার জন্য হাহুতাস করে বসেছিল সকল রাজনৈতিক দলের কর্মী এবং খোদ বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বরা। সবাই মনে করছিল যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে লক্ষাধিক ভোটে জেতা দিলীপ ঘোষকে এবারে হয়তো প্রার্থী করবে না বিজেপি। আবার এই মেদিনীপুর লোকসভার সিটের জন্য নাম উঠে এসেছিল একসময়ের আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষের। কখনো কখনো আবার কানঘুষো শোনা যাচ্ছিল, এই মেদিনীপুর লোকসভার জন্য প্রার্থী হতে চলেছেন অধিকারী পরিবারের একজন। কিন্তু সেই সব জল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত ফ্যাশন ডিজাইনার এবং বিজেপির দক্ষ সংগঠক অগ্নিমিত্রা পালের উপরই ভরসা রাখল পদ্ম শিবির।

প্রথম ২০ জনের তালিকা থেকে আসানসোল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীর নাম প্রত্যাহার করে নেন। তার ফলে বাকি ২৩টি আসনের মধ্যে ১৯টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে, যার মধ্যে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অগ্নিমিত্রা পালের নাম ঘোষণা করে তারা। যদিও মেদিনীপুরের জেতা সাংসদকে দুর্গাপুর আসনে লড়াই করার জন্য নাম ঘোষণা করেছে বিজেপি। আর এই ঘোষণাতে খুশির হাওয়া গোটা মেদিনীপুর লোকসভাজুড়ে। নাম ঘোষণা হওয়ার পরই ভোট ময়দানে নেমে পড়েছে বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বরা। তারা অগ্নিমিত্রা পালের নামে দেওয়াল লিখছেন এবং তাকে বিপুল ভোটে জেতানোর আবেদন জানিয়েই দেওয়াল লেখা শুরু করেছেন। এদিন সকাল থেকেই ১৪ নম্বর ওয়ার্ডের সাহেবপুকুর চক এলাকায় দেওয়াল লিখতে নেমে পড়ে বিজেপি কর্মী, সমর্থক ও নেতৃত্বরা। মূলত মেদিনীপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি আশীর্বাদ ভৌমিকের নেতৃত্বে এলাকার যুব মোর্চার কর্মীরা উৎসাহের সঙ্গে দেওয়াল লেখেন এবং তাতে বিপুল ভোটে জেতানোর আবেদন জানিয়ে তারা পদ্মফুল আঁকেন।

এ বিষয়ে বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি আশীর্বাদ ভৌমিক বলেন, আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালের নাম ঘোষণা করেছে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব, আমরা খুশি। আমরা এই মেদিনীপুর থেকেই লক্ষাধিক ভোটে জেতাব অগ্নিমিত্রা পালকে। আজ তাই খুশিতেই উৎসাহী বিজেপি কর্মী ও নেতৃত্বরা দেওয়াল লেখা শুরু করেছে। আমরা নরেন্দ্র মোদীর প্রার্থীকেআ বিপুল ভোটে জিতিয়ে তৃণমূলকে পরাস্ত করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *