গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৮ জুলাই: হুগলি জেলার আরামবাগ শহরকে যানজট মুক্ত করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা প্রশাসন। জানাগেছে, জেলা প্রশাসন ও হুগলি রুরাল এসপির নিদের্শে শহরকে যানজট মুক্ত করতে এই সিদ্ধান্ত।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনো ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হল। কেবলমাত্র জরুরি পরিষেবা ছাড়া মাল বোঝাই লরি, ট্রাক সহ বিভিন্ন ভারি যানবাহন চালানো যাবে না। আরামবাগের জয়রামপুর, কালিপুর, গির্জাতলা, নৈসরাই এই জায়গায় গুলিতে নো এন্ট্রি করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।পাশাপাশি আরামবাগ শহরে দুর্ঘটনা কমাতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী।
এই প্রসঙ্গে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, আমাদের পাঁচ জায়গায় নো এন্ট্রি চলছে। এদিকে কামারপুকুর, গির্জাতলা, কালিপুর, জয়রামপুর বিভিন্ন জায়গায় নো এন্ট্রি করা হচ্ছে যাতে আরামবাগ শহরে যানজটের সৃষ্টি না হয় সেই কারণেই উদ্যোগ নেওয়া হয়েছে।