আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ ডিসেম্বর: সোমবার তৃণমূলের মিছিল থেকে আক্রান্ত বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
গত ১১ ডিসেম্বর তৃণমূলের বঙ্গধ্বনি মিছিল থেকে বিশ্বজিৎ সাহানি নামে এক বিএসএফ জওয়ানের উপর হামলা হয় বলে অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই বিএসএফ জওয়ানকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, তারপর তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত হয়। এরপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে ছুটি পাওয়ার পর ওই বিএসএফ জওয়ান বর্তমানে নিজের বাড়িতেই রয়েছে। আজ সকালে কান্দিতে ওই সেনা জওয়ানের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুর লোকসভার সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাদের পরিবারের পাশে সর্বদাই থাকবেন এমনটাই আশ্বাস দিয়েছেন অধীর বাবু।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও জানান যদি স্থানীয় প্রশাসন দোষীদের শাস্তি না দিতে পারে তাহলে তিনি এই পরিবারের হয়ে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন। অধীরবাবু তৃণমূলের এমন আচরণের তীব্র নিন্দা করেন। অধীরবাবু আরও বলেন, তিনি জানেন দেশের সেনা কর্মীরা কি ভাবে দেশের সুরক্ষায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের দায়িত্ব কর্তব্য পালন করেন অধীর রঞ্জন চৌধুরী স্বরাষ্ট্র দপ্তরের স্টিয়ারিং কমিটির মেম্বার হওয়ার কারণে এই ব্যাপারটা উনি ভালই জানেন। এমনটাই জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।