আমাদের ভারত, ১৮ মে: ভারত সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (এফডিডিআই) বানতলা ক্যাম্পাসে শনিবার এক সন্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন হল। ‘প্রতিভা সম্মান সমারোহ ২০২৫’ শীর্ষক এই অনুষ্ঠানে কৃতিত্ব, অধ্যবসায় ও নিষ্ঠাকে সম্মান জানানো হয়।
২০২৫ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ও রাজ্য পর্ষদের স্কুলের শেষ পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর প্রাপ্ত কৃতী ছাত্রছাত্রীরা এই সংবর্ধনা পান। পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের বেশ কিছু প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেন।
পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের পরিচালনায় বিভিন্ন শিশু আবাসের তিন কৃতী ছাত্রী, যাঁরা জীবনের সব প্রতিবন্ধকতা অতিক্রম করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তাঁদেরও সম্বর্ধনা জানান হয়।
প্রদীপ জ্বালিয়ে এফডিডিআই কলকাতার নির্বাহী পরিচালক নীরজ কুমার অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তিনি আলোকপাত করেন শিক্ষাগত উৎকর্ষতা এবং ভবিষ্যতের জন্য যথাযথ বিশেষায়ণ বাছার গুরুত্ব সম্পর্কে। অনুষ্ঠানের সভাপতিত্বও করেন তিনি। প্রধান অতিথি হিসেবে বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটির পরিচালক শুভ্রা চ্যাটার্জি মনোগ্রাহী বক্তব্য রাখেন। সন্মানীয় অতিথি হিসেবে অনুপ্রেরনাদায়ক বক্তৃতা দেন বালিগঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ উত্তম কুমার। ছিলেন সংস্থার শাখাপ্রধান স্যামুয়েল চক্রবর্তী, বিক্রমশীলা এডুকেশন রিসোর্স সোসাইটির শিশু সুরক্ষা ও পরামর্শদান শাখার প্রধান সত্যগোপাল দে প্রমুখ।
এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি নিষ্ঠা ও বিভিন্ন বিশেষায়ণ বেছে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। অনুষ্ঠান শেষে কৃতী ছাত্রছাত্রীদের হাতে শংসাপত্র ও পদক তুলে দেওয়া হয়। এরপর ছিল প্রাণবন্ত পারস্পরিক আলোচনা। সেখানে ছাত্রছাত্রীরা অধ্যাপকদের সঙ্গে আলোচনা করেন।